রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁর স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এ কথা জানান। তিনি বলেন, সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত শনিবার সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর সোমবার শিল্পীকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে, কিন্তু শারীরিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। এখনো কথা বলতে পারছে না, হাঁটতে বা দাঁড়াতেও পারছে না। গাজী আবদুল হাকিম সামাজিক মাধ্যমে শিল্পীর আর্থিক অভাব-অনটন নিয়ে যে কথা রটেছে, তা নিয়ে জানান, এর আগেও দুই দফায় গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন ৭০ বছর বয়সি ফরিদা পারভীন। এদিকে সামাজিক মাধ্যমে ফরিদা পারভীনের অসুস্থতা ঘিরে গুজব ছড়িয়েছে যে, শেষজীবনে আর্থিক টানাপোড়েনের জন্য উন্নত চিকিৎসা করতে পারছেন না তিনি। এ তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলছেন ফরিদার স্বামী গাজী আবদুল হাকিম। তিনি বলেন, ‘রাষ্ট্রের কাছে আমরা টাকা-পয়সা চাই না। আমাদের চার ছেলেমেয়েই প্রতিষ্ঠিত, অর্থের অভাব নেই। কিন্তু আমরা যেন তার (ফরিদা) উন্নত চিকিৎসা ঠিকমতো করাতে পারি, সেজন্য রাষ্ট্রের সহায়তা চাই। একটা মেডিকেল বোর্ড গঠন করতে চাই।’