নাটকে ভালোবাসা বলতে কেবল মানব-মানবীর প্রেম প্রাধান্য পেয়ে থাকে। এবার অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন চয়নিকা চৌধুরী। ইবনে হাসান খানের গল্প অবলম্বনে নির্মিত নাটকটির শিরোনাম 'ভোরের ফুল'। গল্পে দেখা যাবে, একজন মাকে ঘিরে সম্পর্কগুলো কীভাবে আবর্তিত হয়। মায়ের খাঁটি ভালোবাসার উদাহরণ থাকবে প্রতিটি ক্ষেত্রে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন তমালিকা কর্মকার, শামস সুমন, নাঈম, সাঈদ বাবু, মুনিয়া ইসলাম, টাপুর, টুপুর প্রমুখ। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, 'অদ্ভুত সুন্দর গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। আমি বিস্তারিত বলতে চাই না। প্রচারের সময় দর্শকরাই বুঝতে পারবেন। তাদের জন্য চমক রইল। আর নাটকে অসম্ভব সুন্দর অভিনয় করেছেন দিলারা জামান। এটি চ্যানেল আইতে প্রচার হবে।'