আজ মাইটিভিতে এসডি রুবেলের উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান 'আমার গান'-এ গাইবেন কণ্ঠশিল্পী মল্লিকা। গানের ফাঁকে ফাঁকে জানাবেন এ জগতে তার পদচারণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা।
এর আগে এনটিভি, মোহনা টিভিসহ অন্যান্য চ্যানেলেও সরাসরি গান গেয়েছেন এ শিল্পী। ইতোমধ্যে ৮টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। আহমেদ ইমতিয়াজের সুর ও সংগীতে আরও একটি অ্যালবামের কাজ চলছে। মূলত কলকাতার পুরনো কিছু বাংলা গানকে নতুন করে ছড়িয়ে দিয়ে আলোচনায় আসেন এই শিল্পী। অনুষ্ঠানটি আজ রাত ৮টায় প্রচারিত হবে।