দশম জাতীয় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মাঝে ছিল তীব্র মতবিরোধ। এ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনা ও উপস্থাপনায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে 'নির্বাচনী বিতর্ক'। মক পার্লামেন্টের আদলে তৈরি এই প্রতিযোগিতায় দেশের মোট ১৬টি বিশ্ববিদ্যালয়ের তুখোড় তরুণ বিতার্কিকরা অংশগ্রহণ করছেন। নর্থসাউথ ইউনিভার্সিটি বনাম ঢাকা মেডিকেল কলেজের মধ্যে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতাটি আজ বেলা ১১টা ১০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।
বিতর্কের আয়োজন নিয়ে অনুষ্ঠানের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 'আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিদের কাছে থেকে জানতে চেষ্টা করছি নির্বাচন নিয়ে তারা কী ভাবছে। তাদের মতামতগুলো কেমন। মোটকথা হলো আমরা গণতন্ত্রকে আরও শক্তিশালী ও সুসংহত করতে চাই।'