গত বছর 'সত্যমেভ জয়তে' অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয়েছিল 'মিস্টার পারফেকশনিস্ট' তারকা আমির খানের। অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে ভারতে বিদ্যমান নানা সামাজিক অসঙ্গতি তুলে ধরে প্রশংসিত হন আমির। প্রথম মৌসুমের সাফল্যের পর এবার 'সত্যমেভ জয়তে-টু' নিয়ে হাজির হচ্ছেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা। ২ মার্চ থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। প্রচার হবে স্টার প্লাস টিভি চ্যানেলে। সপ্তাহের প্রতি রবিবার এটি প্রচার হবে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে স্টার প্লাস চ্যানেল কর্তৃপক্ষ। এরই মধ্যে 'সত্যমেভ জয়তে-টু অনুষ্ঠানের প্রোমো প্রকাশিত হয়েছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে।