গুজব নাকি সত্যি? ব্রিটনি নাকি গোপনে বিয়ে করেছেন! অনামিকার আংটি সাক্ষী দিচ্ছে তিনি আবার বিয়ে করেছেন। পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের ছবি প্রকাশ পেতেই বহুদিন ধরে চলা গুজবের ওপর পড়ল নতুন আগুন। তবে সেই আগুন নেভানোর দায়িত্ব নিজেই নিলেন ব্রিটনি। খবরে ছিল আইনজ্ঞ ডেভিড লুকাডোর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে আবদ্ধ ব্রিটনি। সাবেক স্মামী কেভিন ফেডারলাইনের সঙ্গে ব্রিটনির ডিভোর্স হয় ২০০৭ সালে। তারপর বেশ কিছুদিন একাই ছিলেন ব্রিটনি। সম্প্রতি প্রকাশ্যে আসা ব্রিটনির ছবি নিয়ে আপাতত জল্পনা সব মহলেই। তবে তার সঙ্গে এক নতুন প্রশ্নও সামনে এসে যায়। হঠাৎ এই গোপন বিবাহ কেন? কিন্তু উত্তর মিলছে না।