টালিউডের ব্যস্ত নায়িকা তিনি। বলা হয় 'টালিউড ক্যুইন'। শুভেচ্ছা দূত থেকে শুরু করে বিজ্ঞাপন, সিনেমার শ্যুটিং থেকে সমাজ সেবা সবকিছুতেই এগিয়ে। তিনি হলেন ঋতুপর্ণা। তবে কেবল টালিউডেই নয়, বলিউডেও ব্যস্ত তিনি। পরিচালক সুনন্দা সান্যাল মিত্রর 'এক্সট্রাঅর্ডিনারি' শ্যুটিংয়ের ব্যস্ততা থেকে রেহাই পেতে না পেতেই বলিউড থেকে ফোন। হাসনেইন হায়দরাবাদওয়ালার নতুন ছবি 'ডঙ্ক'-এর মূল চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা।
ছবিতে ঋতুপর্ণার সঙ্গে আরও থাকছেন ইভলিন শর্মা, রনিত রায়, অমিত পুরোহিত। সিনেমাটি নাকি পুরোই থ্রিলার। গল্পেও রয়েছে নতুনত্ব। পরিচালক জানিয়েছেন, এই সিনেমার গল্পে রয়েছে বহু চরিত্রের বিন্যাস। কিছু চরিত্র দেখে ইতিবাচক মনে হলেও সেগুলিই আবার অনেকবেশি নেতিবাচক।
ঋতুপর্ণা বলেন, এই ছবির প্রোডাকশন ম্যানেজার অভিষেক মিশ্র আমাকে ছবিতে অভিনয়ের কথা বলেন। চিত্রনাট্য পড়েছি। আমার ভাল লেগেছ। তবে কাজটা করব কিনা সেটা এখনও ভাবনার পর্যায় রয়েছে।