মোশাররফ করিমের ঘরে বউ হয়ে আসছেন মম। বিয়েটা হচ্ছে আজই। চমকে ওঠার কোনো কারণ নেই। বাস্তবে নয়। এনটিভির 'পরিবার করি কল্পনা' ধারাবাহিকে ঘটছে এই ঘটনা। ধারাবাহিকটিতে মোশাররফ করিমের চরিত্রের নাম মিজানুর রহমান খাঁ। যিনি নবাবী কায়দায় জীবনযাপন করেন। অন্যদিকে মমর চরিত্রের নাম পারু। তিনি থাকেন বস্তিতে। লোভী দুলাভাইয়ের ফন্দিতে পারুর বিয়ে হয় খাঁ পরিবারে। এটি পরিচালনা করেছেন যৌথভাবে রেদওয়ান রনি ও পল্লব বিশ্বাস। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। এনটিভিতে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে এটি প্রচার হচ্ছে।