আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে লোক নাট্যদল প্রযোজিত নাটক 'সোনাই মাধব'। ভিন্নধর্মী গল্প আর কুশীলবদের নান্দনিক পারদর্শিতায় নাটকটি সবশ্রেণীর দর্শকের দ্বারা সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন লোক নাট্যদলের এই প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্টরা।৩