গ্রাম থেকে আসা যুবক মাজনুন মিজান। সংগ্রাম করছেন পায়ের তলায় শক্ত মাটির জন্য। এরই মধ্যে একটি মেয়ের সঙ্গে হয় তার প্রেম। তিনি বাঁধন। একটি ক্লিনিকে ইন্টার্নি করছেন নতুন এই চিকিৎসক। মিজানের সঙ্গে তার প্রেমের অধ্যে অপ্রেমও আছে। বাঁধন মিজানকে সত্যি ভালোবাসলেও মিজানের প্রেমের মধ্যে অনেক অস্বচ্ছতা রয়েছে। মানুষ হিসেবে তিনি সুবিধার নন। অপরাধ করে চলেছেন দিনের পর দিন। কিন্তু তার মুখোশ উন্মোচন হয়ে যায়। এক রিকশাওয়ালা মুখোশ উন্মোচন করেন। কিন্তু কীভাবে? জানতে হলে দেখতে হবে নাটক 'উপলব্ধি'। এটি রচনা করেছেন মাসুদ রানা, পরিচালনা করেছেন সালমান ফরসি শশী।