আজ থেকে 'হা-ডু-ডু'
আজ থেকে আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক হা-ডু-ডু। কাজী শাহেদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ ও রায়হান খান। নাটকটি প্রচার হবে আরটিভিতে প্রতি শুক্র থেকে রবিবার রাত ৮টা ১০ মিনিটে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রোমানা, বিন্দু, আরিফিন শুভ, ফজলুর রহমান বাবু, মৌটুসী, আ খ ম হাসান, জেনি, নোভা, মিশু সাবি্বর প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, বিজ্ঞাপন নির্মাণ করার জন্য একটি ইউনিট শুটিংয়ে যায়। বিশাল ইউনিট। ক্যামেরা, প্রোডাকশন বয়, এঙ্ট্রা মডেল, পরিচালক, সহকারী থেকে শুরু করে বিশাল বহর। শুটিং করতে গিয়ে নানা ঝামেলার সৃষ্টি হয়।
এডিটর'স গেস্ট
আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান 'এডিটর'স গেস্ট'। মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বাংলাদেশের চলমান রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, গণমাধ্যমের ভূমিকা, আগামীর সম্ভাবনাসহ দ্বিদেশীয় সম্পর্কের নানাদিক নিয়ে কথা বলবেন তিনি।
ফোনো লাইভ শুভ
আজ একুশের ফোনোলাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড শুভ অ্যান্ড রকারস। সংগীতায়োজনের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন তারা। স্টুডিও কনসার্ট সম্পর্কে শুভ অ্যান্ড রকারস ব্যান্ডের ভোকাল রকস্টার শুভ জানান, 'লাইভ সংগীত পরিবেশন করতে আমরা খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১২টা ৫ মিনিটে একুশে টিভিতে।
মিউজিক স্টেশনে টুটুল
শ্রোতাপ্রিয় শিল্পী এস আই টুটুল। এ শিল্পী এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট 'ওয়ালটন মিউজিক স্টেশন' এ। তিনি শ্রোতাদের পছন্দসহ নিজেদের পছন্দেরও গান করবেন ওয়ালটন মিউজিক স্টেশনে। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তিনি দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলাদেশে সংগীতের নানা বিষয় নিয়ে। অনুষ্ঠানটি আজ রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, উপস্থাপিকা রিন্তি।