শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে 'শাদি কে সাইড ইফেক্ট' ছবিটি। এখানে ফারহান আক্তারের বিপরীতে দেখা যাবে বিদ্যা বালানকে। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তারা। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে ফারহান সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন বিদ্যা। ফারহানের প্রতি দুর্বল এ অভিনেত্রী। বিয়ে না হলে ফারহানের সঙ্গে প্রেম করতেন বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করেছে। অনেকে বলছেন, নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবে বললেও একটু বেশিই ঘনিষ্ঠ মনে হচ্ছে বিদ্যা-ফারহানকে। ভবিষ্যৎই বলে দেবে কী হয়। আবার অনেকে নতুন ছবির জন্য স্ট্যান্ড হিসেবেই মনে করছেন বিদ্যার এ বক্তব্যকে।