পরিনীতি চোপড়াকে 'হাসি তো ফাঁসি'র জন্য অনেক ওজন বাড়াতে হয়েছে। ওজন বাড়িয়ে মোটেও খুশি নন তিনি। কেননা, বলিউডে যখন প্রবেশ শুরু করেন, তখনো অনেক মোটা ছিলেন তিনি। ধীরে ধীরে বহু সাধনার পর নিজেকে স্লিম ফিগারে নিয়ে এসেছেন। তিনি বলেন, 'অভিনয়ে আসার আগে অনেক মোটা ছিলাম। বহু চেষ্টায় নিজেকে নিয়ন্ত্রণে এনেছি। এখন আবার 'হাসি তো ফাঁসি'র জন্য অনেক ওজন বাড়াতে হয়েছে। আমি মোটেও খুশি নই এই বিষয়টি নিয়ে। অস্থির হয়ে আছি কবে আবার স্লিম হব। আমি সাইজ জিরো চাই না, তবে বিকিনি পরলে যেন সবার থেকে আলাদা ও আকর্ষণীয় লাগে সেই ফিগারটি আয়ত্ত করতে চাই। বিকিনিতে ফিট হওয়াই আমার স্বপ্ন।