পশ্চিমবঙ্গের পার্থসারথী জোয়ারদার এবার সিনেপর্দায় আনতে চলেছেন যৌনশিক্ষা৷ তার পরিচালিত নতুন ছবি ‘মাসুম’-এ ধরা পড়বে এক টিনএজ লাভ স্টোরি৷
আর প্রেক্ষাপটে থাকবে যৌনসচেতনা ও যৌনশিক্ষা৷
পার্থসারথী-র মতে, ‘মাসুমের মতো ছবি বাংলায় এর আগে হয়নি৷ যতদূর মনে পড়ে বলিউডেও এই ধরণের কাজ হয়নি৷ সিনেমা এমন একটা মাধ্যম, যার সাহায্যে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো যায়৷ তাই যৌনশিক্ষাকে সব স্তরে পৌঁছানোর জন্যই এই ছবি৷ তবে তা একেবারেই তথ্যচিত্র-র মতো নয়, ফিকশন স্টাইলেই তৈরি হয়েছে মাসুম৷’