বলিউডের সেলিব্রেটি দাম্পত্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলার ঘনঘটা৷ প্রথমে কঙ্কনা-রণবীর, তারপর কল্কি-অনুরাগ, হৃত্বিক-সুজান তো বিচ্ছেদ করেই ক্ষান্ত হলেন৷ তবে শেষ পযন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে ভুলে যান সব পুরনো রাগ-ক্ষোভ। রিইউনাইটেড হন। কিন্তু পারলেন না অনুরাগ কাশ্যপ ও কল্কি কোয়েচলিন৷ মঙ্গলবার বিকেল নাগাদ শ্যুটিং ফ্লোর থেকে ঘরে ফিরেই জামাকাপড় পুরে ফেললেন স্যুটকেসে৷ তার পরই অনুরাগের ঘর ছেড়ে রওনা দিলেন ভাড়ার ফ্ল্যাটে৷
খবরে ছিল বহুদিন ধরেই দাম্পত্য জীবনে অশান্তির বাতাস বইছিল অনুরাগ ও কল্কির৷ তবুও কাউকে কিছু টের না পেতে দিয়ে নিজেরাই চেষ্টা করে গিয়েছিলেন সব ঠিকঠাক করার৷ কিন্তু সেই চেষ্টা শেষমেশ বিফলে যায়৷ তাই দেরি না করে বাড়ি ছাড়েন কল্কি৷ কল্কি ও অনুরাগের বন্ধুদের মতে তারা এখন ভালই আছেন। আপাতত তাঁদের মধ্যে কোনও অশান্তি নেই৷ তবে নিজেদের একটু সময় দেওয়াকে কেন্দ্র করে কল্কির বাড়ি ছাড়ার ঘটনাকে অনেকেই একটু বাড়াবাড়ি মনে করছেন।