বছরের শুরুতে বিয়ে করলেন রানী, আর এবার দিয়ার পালা। তবে রানীর মতো গোপনে নয় রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে চলেছেন দিয়া মির্জা। পাত্রের নাম সাহিল সিংভি। ব্যবসায়ী এই পাত্র নিউইয়র্কের বার্কলিন ব্রিজের ওপর হাঁটু গেড়ে বসে প্রোপোজ করেছিলেন দিয়া সুন্দরীকে। আর পুরো ব্যাপারটাই নাকি ছিল এক্কেবারে ফিল্মি। দিয়া আপাতত নিজেই সবাইকে বলে বেড়াচ্ছেন তার এই প্রেমের খবর। দিয়া জানিয়েছেন, অক্টোবর মাসেই বিয়ে হবে। তারিখ অবশ্য ঠিক হয়নি। দেশের মাটিতে বিয়ে হলেও, বিয়ে সেরেই দিয়া-সাহিল পাড়ি দেবেন নিউইয়কের্র উদ্দেশে। সেখানেই হবে তাদের মধুচন্দ্রিমা। বর্তমানে নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।