মহম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন তাহসান এবং মেহজাবীন। রাজের রচনা-পরিচালনায় 'রিটার্ন' শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। নাটকটির শুটিং শেষ হয়েছে গতকাল। নাটকটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। আসছে ঈদে এটি চ্যানেল আইতে প্রচার হবে। নাটক প্রসঙ্গে তাহসান বলেন, 'রাজ বেশ গুছিয়ে কাজ করেন। ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি গল্পটিকে প্রাণবন্ত করে তোলার জন্য।'
নাটকে তাহসান ও মেহজাবীন চৌধুরী শিক্ষক ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। গল্প এবং নির্মাণ প্রসঙ্গে রাজ বলেন, 'দর্শক খুব সুন্দর একটি প্রেমের গল্প উপভোগ করবেন আশা করি। তাহসান-মেহজাবীন খুব ভালো অভিনয় করেছেন। গল্পটিতে তা জীবন্ত করে তুলেছেন।'