কয়েক ঘণ্টার মধ্যে ফের বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার পর থেকেই শিরোনামে এই বলিউড অভিনেত্রী৷ শুক্রবার রাতে এফআইআর'র খবর প্রকাশ্যে আসার পর শনিবার প্রথম মুখ খোলেন এই বলিউড অভিনেত্রী৷ বিবৃতি জারি করে সংবাদ মাধ্যমের কাছে প্রীতি আর্জি জানান, ‘প্লিজ, আমার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন৷’
শ্লীলতাহানির খবর প্রকাশ্যে আসতেই তা সংবাদ শিরোনাম হয়ে যায়। পুরো ঘটনায় যে প্রীতি যারপরনাই বিধ্বস্ত তার প্রমাণ মিলেছে বিবৃতিতে৷ তিনি বলেছেন, ‘কঠিন সময়ের মধ্যে চলছি৷’ সরাসরি না হলেও ঘুরিয়ে বম্বে ডাইং গোষ্ঠীর কর্তা তথা নেস ওয়াদিয়ার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ আনার ব্যাখ্যাও দিয়েছেন প্রীতি৷ তার কথায়, ‘কারও ক্ষতি করার উদ্দেশ্য নেই আমার৷ শুধুমাত্র নিজেকে রক্ষা করতে চাই৷’ এরপর নিজের ফেসবুক পেজে ৪০৭ শব্দের একটি স্টাটাস আপডেট করেন কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালকিন৷
প্রীতির আশা, ‘ঘটনার প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে সত্যি কথাই বলবেন৷’ পুলিশ প্রশাসনের উপরও সম্পূর্ণ আস্থা রেখেছেন এই বলিউড কন্যা৷ তিনি লিখেছেন, ‘আমি আশা করি পুলিশ দ্রুততার সঙ্গে নিরপেক্ষতা বজায় রেখেই তদন্ত করবে৷ নেস ওয়াদিয়া প্রসঙ্গে বলতে গিয়ে আগের বিবৃতিরই পুনরাবৃত্তি করেছেন কিংস মালকিন৷