আহত হয়ে হাসপাতালের গেলেন ২০ বছর বয়সী কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার৷। গতকাল বুধবার কানাডার ওন্টারিওর স্ট্রার্টফোর্ডের একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি।
জানা গেছে, কজ্বিতে আঘাত পাওয়ার কারণে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। ধারণা করা হচ্ছে তার কব্জি মচকে গেছে।
এর আগে ২৯ আগস্ট পাপারাজ্জিদের একটি গাড়ির সঙ্গে বিবারের চালানো এটিভির (চারচক্রযান) সংঘর্ষ হয়। এ কারণে তাকে হাতকড়াও পরতে হয়েছিলো। তারপর মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ফের হাতকড়া উঠে বিবারের হাতে৷ আর এবার আহত হয়ে ভক্তদের আরও দুশ্চিন্তা বাড়ালেন এ পপ তারকা।