সম্প্রতি শতাধিক হলিউড তারকার নগ্ন ছবি ফাঁস করে আলোড়ন তোলে হ্যাকারদের একটি গ্রুপ। সেই তালিকা থেকে বাদ যাননি হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও। নগ্ন ছবি ফাঁস করায় বেজায় চটেছিলেন তিনি। এমনকি এফবিআইয়ের কাছেও যাওয়ার হুমকী দিয়ে বসেন এ তারকা। আর তাতেই ঘটলো নতুন বিপত্তি। হ্যাকাররা আবারও ফাঁস করলো লরেন্সের নগ্ন ছবি।
এর আগে ১ সেপ্টেম্বর জেনিফার লরেন্সের টুইটার হ্যাক করে ‘বিকৃত নগ্ন ছবি’ প্রকাশ করে হ্যাকাররা।
যুক্তরাষ্ট্রের অনলাইন পত্রিকা হলিউড গসিপ জানায়, অজানা উৎস থেকে লরেন্সের এই সব নগ্ন ছবি তার টুইটারে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। ছবিগুলো বেশ কয়েকদিন আগে তার ফোন থেকে চুরি হয়েছিল।
ধারণা করা হচ্ছে, হ্যাকারদের হাতে এই হলিউড অভিনেত্রীর প্রায় ৬০টি ছবি আছে।
ছবিগুলো টুইটারে আসার পরপরই বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ে। তার ভক্তদের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া।
নিজের নগ্ন ছবির বিষয়টি লরেন্সের দৃষ্টিগোচর হলে তিনি বলেন, ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার এটা চরম লঙ্ঘন।
এদিকে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, লরেন্সের চুরি যাওয়া এই সব ছবি কিভাবে পোস্ট করা হলো, তা তারা খতিয়ে দেখছে। দ্রুত এই কাজের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে তারা।
এফবিআইয়ের এক সূত্র জানিয়েছে, এটি ঘৃণিত কাজ। যেই এই কার করুক না কেনো, তাকে বিচারের আওতায় আনা হবে।