শাহরুখ-আমির বিতর্ক তো বহুদিনের পুরনো। তবে সেটা বড় পর্দায়। এবার ছোট পর্দায় হালকা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট ওরফে আমির খান ও দাবাং হিরো সালমানের মধ্যে।
চলতি বছরের আগামী ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস এইট’। এই প্রোগামের সঞ্চালকের ভূমিকায় থাকছেন সুপারস্টার সালমান খান। একই দিনে আমির খানের সঞ্চালনায় শুরু হচ্ছে পপুলার শো ‘সত্যমে ব জয়তে’। যদিও দুটোর সময় আলাদা এমনকি প্রেক্ষাপটও, তবুও অনুষ্ঠানের ধরণ এক হওয়ায় একটা চাপা টানাপোড়নের মধ্যে রয়েছেন মিস্টার পারফেক্টশানিস্ট ও সালমান খান।
বলিউডের দু-একটা ছবিতে একসঙ্গে কাজ করেছেন আমির-সালমান। এতদিন পর্যন্ত এই দুই ‘খান’ কে ঘিরে বলিউডে কোনো রব না উঠলেও এবার ছোট পর্দার রিয়ালিটি শো নিয়ে হলো এই মনোমালিন্যের সূত্রপাত। তবে দুই সুপারস্টারের দুধরনের রিয়ালিটি শো'র টিআরপি নিয়ে একটা উত্তেজনা তো শো'র হোস্ট থেকে দর্শক সকলের মধ্যেই থাকবে।