কথায় আছে কোনো এক ব্যক্তির একই চেহারার সাতজন সারাবিশ্বে ছড়িয়ে আছে। একই কথা খাটে বলিউড তারকাদের নিয়ে।
বাকি ছয়জনের নিশ্চয়তা আমরা দিতে না পারলেও বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের জেরক্স কপি আমরা খুঁজে পেয়েছি। না দেখলে বিশ্বাস করা যায় না দুজনের মধ্যে দৃশ্যত এতটা মিল থাকতে পারে। ভারতেই রয়েছেন সেই ব্যক্তি।
বলিউডে অনেক তারকাই আছেন যাদের ভক্তেরা নিজেদেরকে পছন্দের তারকার সাজে ঢেলে অঙ্গভঙ্গি, বাচনভঙ্গি নকল করে মিমিক্রিও করেন। কিন্তু রণবীরের এই 'যমজ ভাই'-এর জন্মগতভাবেই রণবীরের চেহারা ও মুখের সঙ্গে অদ্ভুদ মিল রয়েছে।