নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে সংসার গড়ে আবার ভেঙেছেন। এরপর প্রেমে মজেছিলেন অভিনেতা আরিফিন শুভর সঙ্গে। সেই প্রেমও ভেঙেছে। তারপর খবর রটেছিল অভিনেতা নিলয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। সে খবরও এখন পুরনো। এবার চারদিকে নতুন প্রেমের খবর। শোনা যাচ্ছে, একটি বেসরকারি চ্যানেলের ঊধর্্বতন কর্মকর্তা এবং রিয়েলিটি শো নির্মাতার সঙ্গে গভীর প্রেমে মজেছেন তিনি। বলা হচ্ছিল অভিনেত্রী জেনির কথা। গভীর রাতে নতুন প্রেমিকের সঙ্গে তাকে প্রায়ই বিভিন্নভাবে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন অনেকে। জেনির এই সম্পর্ক ভাঙা-গড়ার খেলা নিয়ে শোবিজপাড়ায় বেশ ফিসফাসফিস হচ্ছে।