সেক্স কমেডি ‘মস্তিজাদে’ ছবিতে এবার সানি লিওনির সঙ্গে রোমান্স করবেন তুষার কাপুর। এর আগেও ‘ক্যায়া কুল হ্যায় হাম’ ও ‘ক্যায়া সুপার তুল হ্যায় হাম’র মতো সেক্স কমেডি ছবিতে অভিনয় করেছেন তুষার।
‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির একটি আইটেম গানে এর আগেও সানির সঙ্গে স্ত্রীনশেয়ার করেছিলেন তুষার। সাংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তুষার জানিয়েছিলেন, এই ছবিতে সানিকে নেওয়ার জন্য তুষার নাকি বেশি আগ্রহী ছিলেন এমনকি নিজের বোন ও ছবির নির্দেশক একতা কাপুরের সঙ্গেই এই কারণে বেশ মনোমালিন্যও হয়েছিল তার। কিন্তু এবার দেখার ‘মস্তিজাদে’ ছবিতে সানির সঙ্গে কতটা রোমান্স জমাতে পারেন তুষার। পরিচালক মিলাপ জাভেরি এর আগে ‘মস্তি’ ও গ্র্যান্ড মস্তি’র মতো সেক্স কমেডি পরিচালনা করেছেন। তাই এই ছবি নিয়ে দর্শক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন।