ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো 'বিগ বস'র অষ্টম আসরের [সিজন] প্রমোর শুটিং করেছেন সালমান খান। সম্প্রতি মুম্বাই অভ্যন্তরীণ বিমানবন্দরে এ শুটিং হয়। শুটিংয়ের সময় সালমানের ভক্তরা যাতে তাকে ঘিরে না ধরতে পারে এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। শুটিং উপলক্ষ্যে একশ'র বেশি ক্রু মেম্বার বিমানবন্দরে উপস্থিত হয়েছিল।
মুম্বাই বিমানবন্দরের একটি সূত্র জানায়, শুটিং উপলক্ষ্যে বিগ বসের উপস্থাপক সালমানের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছিল যাতে করে জনতা তাকে ঘিরে না ধরতে পারে।
উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখে 'বিগ বস ৮'র প্রচার শুরু হতে যাচ্ছে।