মারা গেলেন দক্ষিণ কোরিয়ার পপ সংগীত শিল্পী রাইস। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর গতকাল এক হাসপাতালে মৃত্যু হয় তার। গত বুধবার দুর্ঘটনার পর ২৩ বছর বয়সী এই শিল্পীর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল।
পাচঁজনকে নিয়ে ব্যান্ড 'লেডিস কোড' গঠিত হয়েছিল ২০১৩ সালে। সর্বশেষ তাদের 'কিস কিস' নামের গানটি বের হয়। পুলিশ পরিদর্শক লি হো-দং বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগুতে এক টিভি সাক্ষাৎকার দেওয়ার পর তারা রাজধানী সিউলে ফিরছিলেন। গাড়িটি ভেজা রাস্তায় দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। তিনি আরও বলেন, আমরা এরপরও প্রকৃত কারণ বের করার চষ্টো করছি। বিবিসি।