বহুল জনপ্রিয় কার্টুন 'টিনএজ মিউটেন্ট নিনজা টার্টেলস' এবার আসছে থ্রিডি প্রযুক্তিতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। সম্প্রতি ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে। জনাথান লিবসম্যান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন অভিনেত্রী মেগান ফক্স, উইল আরনেট, উইলিয়াম ফিচার এবং নয়েল ফিশার প্রমুখ। আ্যকশন, অ্যাডভেঞ্চার, কমিডি, ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশন ধাঁচের ছবিটি নির্মিত হয়েছে একদল যোদ্ধাদের নিয়ে।