ঋত্বিক রোশন আসলেই সুপারহিরো। টানা ২১ ঘণ্টা শুটিং করে তিনি আবারও তা প্রমাণ করলেন। ঋত্বিকের 'ব্যাং ব্যাং' মুক্তি পাচ্ছে ২ অক্টোবর। বর্তমানে ছবিটির শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত তিনি। কিন্তু আটকে ছিল একটি বিজ্ঞাপনের শুটিং। তাই বাধ্য হয়ে সেই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি। টানা ২১ ঘণ্টা শুটিং করে কাজ শেষ করে দিয়েছেন তিনি। এইচআরএক্স পোশাক ব্র্যান্ডের মডেল হয়েছেন ঋত্বিক। সম্প্রতি মুম্বাইয়ের একটি হোটেলে টেলিভিশন বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন এই 'কৃশ তারকা'। এবারই প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রে খালি গায়ে দেখা যাবে তাকে।
নিখুঁত কাজ এবং পেশাদার আচরণের জন্য সুপরিচিত ঋতি্বক। টানা ২১ ঘণ্টা বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় ঋতি্বকের নিবেদিতপ্রাণ মনোভাব দেখে সেটে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছেন।