দক্ষিণ কোরিয়ার ব্যান্ড গ্রুপ 'লেডিস কোড'র আরেক গায়িকা রাইসের মৃত্যু হয়েছে। রাজধানী সিউলের নিকটে এক সড়ক দুর্ঘটনার চারদিন পর গতকাল তার মৃত্যু হয়। গত বুধবার ব্যান্ড গ্রুপটি একটি টিভি প্রোগ্রাম করে যে গাড়িতে করে ফিরছিল তা দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কিছুক্ষণ পরই গ্রুপটির আরেক সদস্য ২২ বছর বয়সী গো ইউন বি প্রাণ হারান। খবর বিবিসির
রাইস নামে পরিচিত কং রি সে গতকাল সিউলের এক হাসপাতালে মারা যান। মস্তিষ্কে জরুরি অপারেশনের পর থেকেই রাইস অচেতন ছিলেন বলে পোলারিস এন্টারটেইনমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন।
পাঁচ সদস্যের 'লেডিস' কোড' ব্যান্ডটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। 'কিস কিস' নামে তাদের সর্বশেষ সিঙ্গলটি গত মাসে প্রকাশ পায়।