এবারের ঈদ উল আজহায় একুশে টেলিভিশনের ছয় দিনব্যাপি ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘চাইনিজ ডিগ্রি’।
জীবন শাহদাৎ এর চিত্রনাট্য, রচনা এবং পরিচালনায় ঈদের এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, কচি খন্দকার, আরিফ মাহবুব তমাল, রাখি খন্দকারসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, পুরাতন ঢাকার চাউলের ব্যবসায়ী মৃত হাজী আজমল বেপারীর ছোট ছেলে সেলিম বেপারী ওরফে সেলিম খান (শাহরুখ খানের অন্ধ ভক্ত)। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা ও শাহরুখ খানকে অনুকরণ করা নিয়ে ব্যস্ত থাকে সে। সেলিম খানের সঙ্গে প্রেম থাকে একই পাড়ায় সদ্য এইচএসসি পাস করা মেয়ে রিনির সঙ্গে। কম শিক্ষিত সেলিম খানের সঙ্গে রিনির বড় ভাই তাদের বিয়ে মেনে নিবে না জেনে রিনি সেলিম খানকে পড়াশুনার জন্য চাপ দেয়। অন্যথায় তার ভাই সেলিম খানের সঙ্গে বিয়ে দিবে না বলে জানিয়ে দেয়। এতে সেলিম খান অপমান বোধ করে। রাতে ঘুমাতে গেলে সেলিম খানের মনে পড়ে একইসঙ্গে রিনি আর তার সম্পর্কের ব্যাপারে রিনির বড় ভাইয়ের সিদ্ধান্তের কথা মনে হওয়ায় সে বিচলিত হয়ে পড়ে।
ডিগ্রি নেওয়ার ব্যাপরে সে বন্ধু রূপক ও এস এম এস ভাইয়ের শরনাপন্ন হয়। সদ্য সৌদি আরব ফেরৎ এস এম এস ভাইয়ের দুষ্ট বুদ্ধিতে সেলিম খান ‘চীনে’ গিয়ে চাইনিজ ডিগ্রি আনার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় চীনে গিয়ে এডজাস্ট হওয়ার লক্ষে চীন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বেশ ব্যস্ত হয়ে পড়ে। অতপর সেলিম খান চাইনিজ পোশাক, চাইনিজ খাবার ও চাইনিজ ভাষাসহ চীনের বিভিন্ন সংস্কৃতি আয়ত্বে আনার চেষ্টা করতে থাকে। এতে এলাকায় একে একে হাস্যকর ঘটনার সৃষ্টি হতে থাকে।
এক সময়ে এসে ঘটনাটি অন্য নাটকীয়তার মোড় নেয়। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী।