শিরোনাম
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
কর্মসূচি দিতে ঢিলেমি করলে বিএনপি বিলীন হয়ে যাবে
ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার। তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি ব্যর্থ হয়েছে। তাদের দুর্বল আন্দোলনের কারণেই এই জালিম সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে না। সরকার হটাতে শীঘ্রই বিএনপির জোরালো কর্মসূচি দেওয়া উচিত। আর বড় কর্মসূচি দিতে ঢিলেমি করলে বিএনপি নিশ্চিহ্ন ও বিলীন হয়ে যাবে।
গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার, ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও বাকস্বাধীনতা’ শীর্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ডা. জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. পিয়াস করিম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ বক্তব্য দেন। ফরহাদ মজহার আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে নিজের বক্তব্যে প্রতিবাদ জানান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এ সময় ফরহাদ মজহার তার কথার প্রতিক্রিয়ায় উঠে দাঁড়িয়ে কথা বলতে থাকলে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা তাকে শান্ত করেন। দুজনের বাদানুবাদের পর মির্জা ফখরুল তার বক্তব্যে কাউকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে উত্থান-পতন থাকেই। তবে ফরহাদ মজহারের কথায় সায় দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
ব্যারিস্টার রফিকুল বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করে। এই দল কখনো বিলীন হয়ে যাবে না। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরও একই কথা বলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, কিন্তু বিএনপি এগিয়ে গেছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দল কখনো বিলীন হবে না। এ সময়ে মঞ্চে বসা ফরহাদ মজহার দাঁড়িয়ে বলেন, আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। আমরা পেশাজীবী। আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছি, আমার সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। আমরা কেউ সরাসরি রাজনীতি করি না। এভাবে কথা বললে, আমাদের ডাকেন কেন? এ সময় পাশে বসা নেতারা ফরহাদ মজহারকে হাত ধরে বসতে অনুরোধ জানালে তিনি বসেন। এরপর রফিকুল বক্তব্য শেষ করে ফরহাদ মজহারের পাশে গিয়ে বসেন। তখন আবার দুজনকে হাসিুমখে কথা বলতে দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কখনোই বিলীন হয়ে যাবে না। জিয়াউর রহমানের দর্শন নিয়ে বেগম খালেদা জিয়া যে পতাকা উঁচিয়ে রেখেছেন, তা কখনো নিচে পড়বে না।’
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর