শিরোনাম
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
কর্মসূচি দিতে ঢিলেমি করলে বিএনপি বিলীন হয়ে যাবে
ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার। তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি ব্যর্থ হয়েছে। তাদের দুর্বল আন্দোলনের কারণেই এই জালিম সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে না। সরকার হটাতে শীঘ্রই বিএনপির জোরালো কর্মসূচি দেওয়া উচিত। আর বড় কর্মসূচি দিতে ঢিলেমি করলে বিএনপি নিশ্চিহ্ন ও বিলীন হয়ে যাবে।
গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার, ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও বাকস্বাধীনতা’ শীর্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ডা. জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. পিয়াস করিম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ বক্তব্য দেন। ফরহাদ মজহার আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে নিজের বক্তব্যে প্রতিবাদ জানান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এ সময় ফরহাদ মজহার তার কথার প্রতিক্রিয়ায় উঠে দাঁড়িয়ে কথা বলতে থাকলে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা তাকে শান্ত করেন। দুজনের বাদানুবাদের পর মির্জা ফখরুল তার বক্তব্যে কাউকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে উত্থান-পতন থাকেই। তবে ফরহাদ মজহারের কথায় সায় দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
ব্যারিস্টার রফিকুল বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করে। এই দল কখনো বিলীন হয়ে যাবে না। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরও একই কথা বলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, কিন্তু বিএনপি এগিয়ে গেছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দল কখনো বিলীন হবে না। এ সময়ে মঞ্চে বসা ফরহাদ মজহার দাঁড়িয়ে বলেন, আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। আমরা পেশাজীবী। আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছি, আমার সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। আমরা কেউ সরাসরি রাজনীতি করি না। এভাবে কথা বললে, আমাদের ডাকেন কেন? এ সময় পাশে বসা নেতারা ফরহাদ মজহারকে হাত ধরে বসতে অনুরোধ জানালে তিনি বসেন। এরপর রফিকুল বক্তব্য শেষ করে ফরহাদ মজহারের পাশে গিয়ে বসেন। তখন আবার দুজনকে হাসিুমখে কথা বলতে দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কখনোই বিলীন হয়ে যাবে না। জিয়াউর রহমানের দর্শন নিয়ে বেগম খালেদা জিয়া যে পতাকা উঁচিয়ে রেখেছেন, তা কখনো নিচে পড়বে না।’
এই বিভাগের আরও খবর