অবশেষে ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনুরাগ কাশ্যপের মুক্তি প্রতীক্ষিত 'বোম্বে ভেলভেট'। তবে মুভিটি 'এ' সার্টিফিকেট পেয়েছে অর্থাৎ কেবল প্রাপ্তবয়স্করাই এটি দেখতে পারবে। এতে নাখোশ পরিচালক অনুরাগ। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মুভিটি বোর্ডের পুনর্মূল্যায়ন কমিটির কাছে পাঠিয়েছেন পরিচালক অনুরাগ।
এ বিষয়ে পরিচালক অনুরাগ বলেন, 'বোম্বে ভেলভেট' কোনোভাবেই অ্যাডাল্ট ফিল্ম নয়। পুনর্মূল্যায়ন কমিটির উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা নিশ্চয়ই মুভিটি নিয়ে আরো গভীরভাবে ভাববেন।'
এর আগে সেন্সর বোর্ড মুভিটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তাদের দাবি, মুভিটিকে বেশ কিছু অশ্লীল' দৃশ্য ও বাক্যের ব্যবহার রয়েছে। ছাড়পত্র পেতে হলে এগুলো কেটে ফেলতে হবে। তবে এগুলো বাদ দিতে রাজি নন পরিচালক।
ষাটের দশকে বম্বের প্রেক্ষাপটে তৈরি 'বোম্বে ভেলভেট'। সেখানে একেবারেই নতুন চেহারায় ক্যামেরার সামনে এসেছেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা। এই প্রথমবার রোম্যান্টিক ইমেজ ভেঙে একজন কেজ ফাইটারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রনবীরকে। মুভিটির গল্পে এই কেজ ফাইটারের বিগ-ফাইটার হয়ে ওঠার লক্ষ্যে পৌঁছাতে গিয়ে কীভাবে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সঙ্গে তাই দেখা যাবে। আর ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন পরিচালক করণ জোহর। এছাড়াও মুভিটিতে দেখা যাবে অভিনেত্রী রাবীনা ট্যান্ডনকেও। ১৫ মে মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত এই মুভিটি।
বিডি-প্রতিদিন/১০ মে ২০১৫/শরীফ