ভারতের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা শশী কাপুর দেশটির সম্মানজনক 'দাদাসাহেব ফালকে' অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। আজ মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারে আয়োজিত এক অনু্ষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড তুলে দেন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলি। খবর ইন্ডিয়া টুডে'র
শারীরিক অসুস্থতার কারণে এর আগে দিল্লিতে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি শশী কাপুর। তাই আজ তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে হাজির হন ৭৭ বছর বয়সী এই অভিনেতা।
দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কাপুর পরিবারের লোকজন ছাড়াও আজ উপস্থিত ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন, অভিনেত্রী শাবানা আজমি, ওয়াহিদা রহমান, আশা পারেখ, রেখা ও জিনাত আমান।
১৯৬১ সালে নির্মিত 'ধর্মপুত্র' মুভিতে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিযেই বলিউডে অভিষেক হয় শশী কাপুরের। পরবর্তীতে আশির দশকের মাঝামাঝি পর্যন্ত ১১৬টির বেশি মুভিতে অভিনয় করেছেন তিনি। তবে চল্লিশের দশকের শেষ দিকে শিশু অভিনেতা হিসেবে বিভিন্ন মুভিতে অভিনয় শুরু হয় তার।
উল্লেখ্য, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড লাভকারী কাপুর পরিবারের তৃতীয় ব্যক্তি হচ্ছেন শশী। এর আগে এই অভিনেতার বাবা পৃথ্বী রাজ কাপুর ও বড় ভাই রাজ কাপুর এই অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১১ সালে 'পদ্মভূষণ' অ্যাওয়ার্ড পেয়েছেন কিডনির সমস্যায় ভোগা এই অভিনেতা।
বিডি-প্রতিদিন/১০ মে ২০১৫/শরীফ