আজ মা দিবস। গত এক বছরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন অনেক সেলিব্রেটি। ২০১৪ সালের মা দিবসে যারা নিজের মাকে শুভেচ্ছা জানিয়েছেন, এ বছর তারা নিজেরাও মা হিসেবে শুভেচ্ছা পাচ্ছেন। আসুন এক নজরে যদি দেখে নিই কোন কোন তারকা মা হয়েছেন—
সারিকা
অভিনেত্রী ও মডেল সারিকা মা হয়েছেন গত ৪ মে দুপুরে। রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মেয়ের জন্ম হয়। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সারিকা বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি কন্যাসন্তানের মা হয়েছি। এই সন্তান আল্লাহর কাছ থেকে পাওয়া সেরা উপহার।
মডেলিং ও অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কাড়া সারিকা গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। এখন অবশ্য অভিনয় থেকে দূরে আছেন তিনি।
শিলা আহমেদ
গত ৭ মে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে কন্যাসন্তানের মা হয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও লেখক হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ। ৮ মে শিলার স্বামী ড. আসিফ নজরুল ফেসবুকে মেয়ের ছবি আপলোড করেন। এতে তিনি লিখেন, ‘সর্বশক্তিময় আল্লাহ, শিলা ও আমাকে একটি কন্যাসন্তান দিয়ে বরকতময় করেছেন। মা-মেয়ে দুজনেই এখন সুস্থ আছেন। আমাদের জন্য দোয়া করবেন।’
বর্ষা
২০১৪ সালের ২৩ নভেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন চিত্রনায়িকা বর্ষা। এ খবর জানিয়ে পরিচালক ইফতেখার চৌধুরী ফেসবুকে লিখেন, 'ঢালিউডের তারকা দম্পতি অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান।'
ফারজানা ছবি
২০১৪ সালের ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী ফারজানা ছবি। একই বছর ছবির সঙ্গে তন্ময় সরকারের বিয়ে হয়।
দীপা খন্দকার
২০১৪ সালের ১১ আগস্ট রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যার জন্ম দেন অভিনেত্রী দীপা খন্দকার। অবশ্য শাহেদ আলী সুজন ও দীপা খন্দকার দম্পতির আরও একটি সন্তান রয়েছে।
শশী
২০১৪ সালের ২৩ ডিসেম্বর মা হয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা শশী। নিউইয়র্কের একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ১১টা ৩৩ মিনিটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
শ্রাবন্তী
নিউইয়র্কের এলমহার্টস হাসপাতালে ২০১৪ সালের ২৭ নভেম্বর সকাল ৯টায় অভিনেত্রী শ্রাবন্তীর দ্বিতীয় মেয়ের জন্ম হয়। তার স্বামী এনটিভির জেনারেল ম্যানেজার খোরশেদ আলম। ৩০ নভেম্বর স্বামীকে উদ্দেশ করে শ্রাবন্তী ফেসবুকে লিখেন, 'দুই মেয়ের বাবা... আলহামদুলিল্লাহ। অভিনন্দন মোহাম্মদ খোরশেদ আলম।'
এ ছাড়া আন্তর্জাতিক তারকাদের মধ্যে শাকিরা, জেসিকা বেইল ও মিলা কুর্নিসসহ অনেকে সন্তানের মা হন। তবে দ্বিতীয়বার মা হওয়ার চেষ্টায় প্রাণপন চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কিম কার্দাসিয়ান।
বিডি-প্রতিদিন/১০ মে ২০১৫/ এস আহমেদ