ভারতে বসে একটি পর্ন সাইট চালানোর অভিযোগে বলিউড অভিনেত্রী ও সাবেক পর্নস্টার সানি লিওনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির গোয়ার মারগাঁও অঞ্চলের বাসিন্দা অরুন পারেলেকর।
তার অভিযোগ, বর্তমান বলিউড কাঁপিয়ে বেড়ানো অভিনেত্রী সানি ওরফে করনজিত কৌর ভহরা একটি পর্নোগ্রাফির ওয়েবসাইট চালান। ওয়েবসাইটটিতে রয়েছে সানির নগ্ন ছবি ও ভিডিও।
তার দাবি, সানির এই কাজ মহিলাদের অশালীনভাবে তুলে ধরা সংক্রান্ত আইনের ধারা এবং ২০০০-এর তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা অনুযায়ী অপরাধ। মরগাঁও টাউন থানায় এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ওই ওয়েবসাইটটি দেখার ক্ষেত্রে বয়সের কোনও বাধ্যবাধকতা নেই। যে কেউ চাইলেই দেখতে পাবে ওয়েবসাইটটি। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সাইটটির ছবি, ভিডিও এবং বিষয়বস্তুও ভীষণই অশ্লীল। এখন দেখার বিষয় মামলার পর পুলিশ সানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৫/মাহবুব