নতুন অ্যালবাম নিয়ে কিছু বলুন?
৯টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। এর মধ্যে থাকছে দুটি দ্বৈত গান। এতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন খেয়া ও লাবণ্য। অ্যালবামের সবগুলো গানের কথা ও সুর আমার নিজের। সংগীতায়োজন করেছেন রাফি। প্রকাশ করেছে ঈগল মিউজিক। মেলোডি, রোম্যান্টিক সব ধরনের গান দিয়ে অ্যালবামটি সাজানোর চেষ্টা করেছি। সুর-সংগীতেও বৈচিত্র্য রয়েছে।
অ্যালবামটির নাম 'আঙুলে আঙুল' কেন?
এটা ভালোবাসার প্রতীক। মানুষের সম্পর্ক তৈরি হয় হাতে হাত রেখে। এই অ্যালবামের সব গান ভালোবাসার। ভাবলাম এই নামটা মন্দ না। এ ছাড়া 'আঙুলে আঙুল' শিরোনামে একটি গান রয়েছে অ্যালবামে।
নতুন আর কী করছেন?
বেশ কিছু কাজ করছি। এর মধ্যে দুটি কাজের কথা উল্লেখ করতে চাই। রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফেরদৌস আরাকে নিয়ে একটি আধুনিক গানের অ্যালবাম করছি। এ ছাড়া লেমিসের একক অ্যালবামের কাজ করছি।
চলচ্চিত্রে গানের কী অবস্থা?
এখন চলচ্চিত্রের গান নিয়ে বেশি ব্যস্ত। নিয়মিত কাজ করে যাচ্ছি বিভিন্ন চলচ্চিত্রে। এখন কাজ করছি 'ভুলতে পারি না তারে', 'জ্বালা', 'অনেক দামে কেনা', 'প্রার্থনা', 'ভালোবাসার গল্প', 'নিয়তি', 'মনের মতো মানুষ পাইলাম না', 'প্রেমের কাজল' প্রভৃতি ছবির।
অডিও আর চলচ্চিত্র, কোন মাধ্যমে কাজ করতে ভালো লাগে?
দুই মাধ্যমেই কাজ করতে ভালো লাগে। কিন্তু দুটিতে কাজ করার অভিজ্ঞতা দুই ধরনের। অডিওতে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করা যায়। আর ছবিতে গল্প ও পরিচালকের দৃষ্টিভঙ্গির ওপর নজর দিতে হয়। তবুও নিজের জায়গা থেকে নতুন কিছু করার চেষ্টা থাকে। 'দেশা'তে জেমসের গাওয়া 'দেশা' ও 'অগ্নি'তে লেমিসের গাওয়া 'অগ্নি' গান দুটি তারই উদাহরণ।
গান লেখা, সুর করা, সংগীত পরিচালনা করা এবং কণ্ঠও দেন। কী করে করেন এত কাজ?
আমি মনে করি, যিনি গান লিখেন তিনি সুর করলেই সুরটা ভালো হয়। লেখার সময় যে সুরটা আসে সে সুরটার যথাযথ ব্যবহার তিনিই করতে পারেন। সংগীত পরিচালনায়ও অ্যাডভান্টেজ পাওয়া যায়। নিজে সব কিছু করলে ইচ্ছামতো ভাঙা যায়, গড়া যায়। আর গানই যেহেতু ধ্যান-জ্ঞান তাই সবই করা হয়ে যায় আর কী!
শুনলাম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন?
আজ হোক, কাল হোক বিয়ে তো করতেই হবে। দেখা যাক কী হয়। মনে হচ্ছে এ বছরই বিয়েটা সেরে ফেলতে পারব।
* আলী আফতাব