কলকাতায় 'তানু ওয়েডস মানু রিটার্নস্' ছবির প্রচারে এসেছিলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। সে উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের পার্থক্য নিয়ে মুখ খোলেন তিনি। কঙ্গনা বলেছেন, তিনি নিশ্চিত, এমন একদিন আসবে যেদিন বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের চেকের অঙ্কে কোনো বিভেদ থাকবে না। তিনি এদিন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো ভীষণরকম পুরুষশাসিত। তবে তার মতো কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি নিশ্চিত একদিন এই বিভেদ মিটবে এবং অভিনয়ের জন্য সমান অর্থই পাবেন অভিনেতা-অভিনেত্রীরা। প্রসঙ্গত, 'তানু ওয়েডস মানু রিটার্নস্' ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন কঙ্গনা। আগামী ২২ মে মুক্তি পাবে রোম্যান্টিক কমেডিতে ভরপুর এ ছবিটি। ছবিটির চিত্রনাট্য সমসাময়িক বিবাহিত জীবন নিয়ে। এ ফিল্মের কমেডি এতটাই বাস্তববাদী যে, দর্শকরা সহজেই নিজেদের জীবনের সঙ্গে এর মিল খুঁজে পাবে, দাবি কঙ্গনার।
২০০৬ সালে 'গ্যাংস্টার' ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন কঙ্গনা। 'ফ্যাশন' ও 'কুইন' ছবিতেও অনবদ্য অভিনয়ে দর্শকের মন জয় করেছিলেন এই বলিউড অভিনেত্রী। 'তানু ওয়েডস্ মানু রিটার্নস্' ছবিতে তানু ও কুসুমের চরিত্রে দ্বৈত ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। তিনি জানিয়েছেন, এ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় তার কাছে খুবই 'চ্যালেঞ্জিং' ছিল। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। কঙ্গনা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন দীপক দব্রিয়াল, জিমি শেরগিল, মুহম্মদ জিশান আয়ুব এবং ধনুষ।