সম্প্রতি শেষ হয়েছে তন্ময় তানসেন পরিচালিত 'পদ্ম পাতার জল' চলচ্চিত্রের শুটিং। বাংলাদেশের প্রত্নতাত্তি্বক নিদর্শনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ইমন ও মীম অভিনীত ছবিটির শুটিং করা হয়েছে। ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা 'পদ্ম পাতার জল' চলতি মাসের শেষ দিকে সেন্সরে যাচ্ছে।
এ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন বিখ্যাত গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। ইমন ও মীম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, মিরাক্কেল খ্যাত আবু হেনা রনিসহ আরও অনেকে। ভিন্ন ধারার ছবি নির্মাণের আশ্বাসে ট্রাইপড স্টুডিও তৈরি করছে তাদের প্রথম ছবি। ছবিটির সম্পাদনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সামীর আহমেদ। পরিচালক তন্ময় তানসেন বলেন, 'ছবির কাজ মোটামুটি শেষ পর্যায়ে। মে মাসের শেষে সেন্সরে জমা দিব ছবিটি। এর দৃশ্যধারণে যেমন ব্যবহার করা হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি, তেমনি পোস্ট প্রোডাকশনের কাজেও দেওয়া হয়েছে সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া। আশা করছি, ছবিটি দর্শকদের পছন্দ হবে।'