'এক্স ম্যান' সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছেন হিউ জ্যাকম্যান। দ্য উলভারিন ৩ করার পর আর এক্স ম্যান হচ্ছেন না তিনি। এমনটাই এক সাক্ষাতকারে জানিয়েছেন হিউ।
জনপ্রিয় 'এক্স মেন' সিরিজের সিনেমায় উলভারিন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান।
তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার মনে হয়েছে 'এক্স ম্যান' সিরিজ থেকে সরে আসার এটাই উপযুক্ত সময়। এরপর তার ফ্যানদেরও ধন্যবাদ দিয়েছেন তিনি।
হিউ জ্যাকম্যানের পরের সিনেমা এক্স ম্যান : অ্যাপোকালিপ্স রিলিজ হবে ২০১৬ সালের ২৭ মে। দ্য উলভারিন ৩ আসছে ২০১৭ সালের ৩ মার্চ।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৫/ এস আহমেদ