বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের খবর এখন আর গোপন নেই। খোলা বইয়ের মতো তাদের সম্পর্ক। আর তাই 'ভাবী' ডাক শুনতে হচ্ছে আনুশকাকে। বিরাটের ঘনিষ্ঠরা তাকে নিয়মিতই ভাবী বলে ডাকে। কিন্তু সমপ্রতি প্রায় জনসম্মুখেই আনুশকাকে ভাবী ডেকে বসলেন ক্রিকেটার যুবরাজ সিং। আনুশকা টুইটারে তার নতুন ছবি 'বোম্বে ভেলভেট'র একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির নিচের ক্যাপশনে যুবরাজ লিখেছেন, 'ওয়ে হোয়ে গোলাপি ভাবী... তোমাকে দেখতে সুন্দর লাগছে।' কিন্তু এতে কোনো আপত্তি করেননি আনুশকা। তাই বোঝাই যাচ্ছে, ভাবী ডাকে অভ্যস্ত হয়ে গেছেন তিনি।
আনুশকা এখন ব্যস্ত সময় পার করছেন 'বোম্বে ভেলভেট' ছবির প্রচারণা নিয়ে। ধারণা করা হচ্ছে ছবিটি তার ক্যারিয়ার চাঙ্গা করবে।