পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের আরেকটি সম্ভাব্য দুঃসাহসিক অভিযানের বিষয়ে সতর্ক করে বলেছেন, উস্কানি দিলে পাকিস্তান কঠোর জবাব দেবে।
বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিকভাবে কোণঠাসা এবং ক্রমবর্ধমান চাপ এবং রাজনৈতিক পুঁজির ক্ষয়ক্ষতির কারণে তিনি আবেগপ্রবণ পদক্ষেপ নিতে পারেন।
আসিফ বলেন,মোদি যদি হতাশা থেকে বেপরোয়া পদক্ষেপ নেন, তাহলে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে। এর বিশ্বব্যাপী পরিণতি হবে, প্রতিরক্ষামন্ত্রী বলেন যে আরও উত্তেজনা বৃদ্ধি পেলে, এমনকি ভারতের মিত্ররাও মোদির পদক্ষেপকে সমর্থন করা থেকে বিরত থাকতে পারে।
২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। তবে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল