দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বর ঢাকা মোড় এলাকায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈয়দ হাসান মেহেদী রুবেল (৪২) ফুলবাড়ী পৌর শহরের (ঢাকা মোড়) এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের শাপলা চত্বর এলাকায় নিজ বাড়ী থেকে বিস্ফোরক মামলায় সৈয়দ হাসান মেহেদী রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামি। তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ