রোদ নামের ছেলেটির মনোজগৎ এবং বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম 'পেন্ডুলাভ'। গল্পে ছেলেটিকে বারবার সাবেক প্রেমিকাদের সঙ্গে নানা ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়। শেষে রহস্যময় একটি অধ্যায়ের শুরু হয়। এতে রোদ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আর তার সাবেক প্রেমিকাদের চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা, টয়া, তানজিন তিশা প্রমুখ। আরও অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, মুনিরা মিঠু প্রমুখ। সোমেশ্বর অলির রচনায় টেলিফিল্ম নির্মাণ করেছেন মাহবুব নীল। 'পেন্ডুলাভ' প্রসঙ্গে অভিনেতা নিশো বলেন, 'এখনকার সময়ে তরুণদের সংকটগুলো তুলে ধরা হয়েছে এখানে। গল্পটি সাধারণ হলেও এর উপস্থাপনাশৈলী চমৎকার। আমাকে চারটি গেটআপে দেখা যাবে।'