জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ এ শ্রেষ্ঠ পরিচালক হন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। 'গঙ্গাযাত্রা' চলচ্চিত্র নির্মাণ করে তিনি এ সম্মান পেয়েছেন। একঝাঁক নতুন মুখ নিয়ে তিনি চতুর্থ চলচ্চিত্র শুরু করতে যাচ্ছেন। এর নাম 'বাষ্পস্নান'। এরই মধ্যে শুটিংয়ের স্থান নির্ধারণ করে ফেলেছেন পরিচালক।
রাজশাহী, বাগেরহাটসহ দেশের আটটি জেলায় শুটিং হবে বাষ্পস্নানের। মূলত গল্পের প্রয়োজনেই আট জেলা ঘুরছে তার টিম। তবে নাম ও গল্প ঠিক হলেও অভিনয় শিল্পী এখনো চূড়ান্ত করেননি পরিচালক। ডায়মন্ড জানিয়েছেন, 'এরই মধ্যে অনেকের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। শিগগিরই শিল্পী নির্বাচন করে ফেলব। বেশির ভাগই হবে নতুন অভিনয় শিল্পী। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে নতুন এ ছবির কাজ শুরু করার ইচ্ছা আছে।'