গতকাল নিউইয়র্কে নিলামে উঠেছে জর্জ হ্যারিসনের মাস্টারসাউন্ড ইলেকট্রিক গিটার। চার থেকে ছয় লাখ ডলারে এটি বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। গিটারটি এতদিন ব্রিটিশ জাদুঘরে রাখা ছিল। জর্জ হ্যারিসন তার পেশাগত জীবনের শুরুর দিকে ওই গিটার বাজিয়েছেন। দুই দিনব্যাপী ওই নিলাম ডাকে আরও অনেক সংগীত তারকা ব্যবহৃত জিনিস বিক্রির জন্য তোলা হবে। এর মধ্যে ওই গিটারটি অন্যতম সেরা আকর্ষণ হবে বলে আশা করছে আয়োজকরা।
জুলিয়েনস অকশনসের নির্বাহী পরিচালক মার্টিন নোলান বলেন, হ্যারিসনের নিজের গিটারটি মেরামত করতে দেওয়া হয়েছিল। তখন তিনি এই গিটারটি একজনের কাছ থেকে ধার করেন। বিভিন্ন কনসার্টেও তিনি গিটার হাতে গেয়েছেন।