বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরের পর্দা উঠেছে ১৩ মে। আর এই উৎসবকে কেন্দ্র করে ফ্রান্সের দক্ষিণের শহর কানে জমায়েত হয়েছেন বিশ্বের সেরা সব নির্মাতা, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীসহ চলচ্চিত্র সম্পর্কিত ব্যক্তিরা।
রলিউড থেকে এবারের কান আসরে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন, ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর ও মল্লিকা শেরাওয়াত। বিভিন্ন কসমেটিক ব্রান্ডের অ্যাম্বাসেডর হয়ে এসব অভিনেত্রীরা ইতিমধ্যে কানে পৌঁছে গেছেন। উৎসবের প্রথম দিনেই লাল গলিচায় প্রথমবারের মতো হেঁটেছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং মল্লিকা শেরওয়াত। আর কানের উদ্দেশ্যে ১৪ মে সন্ধ্যায় ভারত ছাড়েন অভিনেত্রী সোনম কাপুর।
কানে পৌঁছে সে কথা জানিয়েও দিয়েছেন সোনম। শুধু তাই না, একের পর এক ইনস্টাগ্রামে সেলফি দিয়ে কান চলচ্চিত্র উৎসব ভালোই উদযাপন করছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/শরীফ