বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবারও তার মেয়েকে নিয়ে যাচ্ছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এবারের ৬৮ তম কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে তার ছোট্ট মেয়ে আরাধ্য বিমানবন্দরে ঘটিয়েছে এক কাণ্ড। সেখানে পৌঁছেই সে তার নানার পায়ে প্রণাম জানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।
দীর্ঘ ১৩ বছর ধরে কানে নিয়মিত ঐশ্বরিয়া রাই বচ্চন। ফরাসি এই উৎসবে যোগ দিতে মেয়ে আরাধ্য ও মা বৃন্দা রাইকে নিয়ে রওনা হয়েছেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই মেয়েকে এগিয়ে দিতে বিমানবন্দরে গিয়েছিলেন। নানাকে মায়ের প্রণাম জানানোর পর আরাধ্যও একইভাবে পা স্পর্শ করল। ঠিক তখনই এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে গেল।
উল্লেখ্য, আরাধ্য এবার তৃতীয়বারের মতো এই উৎসবে অংশ নিচ্ছেন। এদিকে দীর্ঘ বিরতির পর ঐশ্বরিয়া ‘জাজবা’ সিনেমার মধ্য দিয়ে আবারও রুপালি পর্দায় হাজির হচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৫/ রোকেয়া।