ঢালিউডের এক সময়কার বিতর্কিত অভিনেত্রী ময়ূরী। অনেকদিন চলচ্চিত্র থেকে দূরে বিভিন্ন কারণে আলোচিত- সমালোচিত এই নায়িকা। আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছাও নেই তার। তবে আসল কথা হলো সেই ময়ূরী এখন রুপালি পর্দার পুরানো রূপ পাল্টে বোরকা পরেন।
বর্তমানে পরিবার নিয়ে বাস করেন রাজধানীর মগবাজারের একটি এপার্টমেন্টে। গত ১২ মে ময়ূরীকে পাওয়া গেল হঠাৎ ওই এলকারই একটি সুপারশপে। সেখানে কেনাকাটা করতে এসেছিলেন। এসময় তিনি বোরকা পরিহিত ছিলেন। সুপারশপটি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাস করলেও বোরকা পরেই ময়ূরী এসেছিলেন কেনাকাটা করতে।
এসময় ময়ূরীকে কুশল জিজ্ঞাসা করলে জানান, তিনি ভালো আছেন। বললেন, অাজকাল বোরকা পরেই চলাফেরা করেন তিনি। তিনি আরও বলেন, ‘এখন আমি আসলে পরিবারকে সময় দিচ্ছি। এখন চলচ্চিত্রে কাজ করবো না।’ তবে তিনি জানান, অনেক নির্মাতার সাথেই তার নিয়মিত কথা হয়।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৫/মাহবুব