মাহী শব্দটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে জাজ মাল্টিমিডিয়া। গত চারটি বছরে এ দুটি শব্দ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। এছাড়া মাহীকে নিয়ে যেন জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি তিনি ঘোষণা দেন জাজ ঘরানার সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত হয়ে ছবি করবেন। এর পরপরই শুরু হয় গুঞ্জন। এমনকি মাহীর পক্ষ থেকেও বলা হয়, শিগগিরই একটি চমক দেবেন তিনি। অবশেষে জানা গেল তার নতুন গন্তব্য। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি শেষ হবার পর ভার্সেটাইল মিডিয়ার বেশ কয়েকটি ছবিতে মাহী কাজ করবেন বলে জানা গেছে।
ভার্সেটাইলের কর্ণধার আরশাদ আদনান জানান, এ মুহূর্তে তার সংস্থা থেকে ১১টি ছবি প্রযোজনা করা হচ্ছে। এগুলোর মধ্যে একাধিক ছবির নায়িকা হিসেবে দেখা যাবে মাহীকে। শিগগিরই সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে মাহী বলেন, " ভার্সেটাইলের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। আজ আর এ বিষয়ে মুখ খুলতে চাই না। আগামীকাল সংবাদ সম্মেলন করে অফিসিয়ালভাবে জানানো হবে। সারপ্রাইজটা না হয় কালই দেবো।"
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৫/ রশিদা