ভারত-চীন সম্পর্কের উন্নতিতে প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি এগিয়ে এসেছে বলিউড। ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আর অ্যাকশন-কমেডি হিরো জ্যাকি চ্যানকে একসঙ্গে দেখা যাবে মোটমাট তিনটি ছবিতে। গত বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ‘ফিল্ম রেগুলেটর’।
ইন্দো-চীন যৌথ উদ্যোগে আমির খান এবং জ্যাকি চ্যান পরপর তিনটি ছবিতে অভিনয় করবেন। চীনের মার্শাল আর্ট এবং ভারতের ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি হবে প্রথম ছবি ‘কুংফু যোগ’। বৌদ্ধ সাধক জুয়ান ঝ্যাঙের জীবনকথা নিয়ে তৈরি হবে দ্বিতীয় ছবিটি। সতের বছর ধরে পদব্রজে গোটা ভারত ঘুরেছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারত-চীন সম্পর্ক নিয়ে ‘গ্রেট ট্যাং রেকর্ডস’ নামে তার একটি বইও রয়েছে। যৌথ প্রযোজনার তৃতীয় ছবির নাম ঠিক হয়েছে ‘দ্য নাও তিয়ান ঝু’।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৫/ রশিদা